ষষ্ঠ বর্ষ। প্রথম সংখ্যা জানুয়ারি - মার্চ ২০২৪

কবিতা

দুটি কবিতা

বরুণ শ্যেন

স্বৈরাচারী তুমি

তুমি মানলেও অপরাধী
না মানলেও অপরাধী
তোমায় দাঁড় করিয়েছি কাঠগড়ায়,
আজ হোক আর কাল হোক
মানুষ জেগে উঠলেই
তোমায় বাঁধবোই হাতকড়ায়;

নিস্তার নেই তোমার এতটুকু
তুমি যতই স্বৈরাচারী হও,
পারলে তুমি সাবধান হও
রাজত্ব তোমার গুটিয়ে নাও...

তোমার ভুলের কোনো ক্ষমা নেই
(আমি) বরং তোমায় শোনায়
মৃত্যুর করাল গ্রাসের আবহসংগীত,
তোমার সর্বনাশ তোমার হাতেই
আমরা ছুঁড়ে ফেলার আগেই
নিজেই বুনেছো নিজের মৃত্যুবীজ;

ইতিহাস দেখেও তোমার শিক্ষা হয় না
তুমি এতই নির্বোধ,
পরাধীনতা মানুষ মেনে নেয়নি কখনো
গর্জে উঠবে, নেবে সব প্রতিশোধ;

তুমি মানলেও অপরাধী
না মানলেও অপরাধী
তোমায় দাঁড় করিয়েছি কাঠগড়ায়,
আজ হোক আর কাল হোক
মানুষ জেগে উঠলেই
তোমায় বাঁধবোই হাতকড়ায়।

   সোনামণি
 

সোনামনি সোনামনি,
করছো তুমি কী ?
পাহাড় দেখতে যাব আমি,
সঙ্গে যাবে কি ?
আকাশ সেথা বড্ড কাছে
মেঘের কোলে বাড়ি,
শীতের আমেজ গায়ে মেখে
ঘুরি শুধুই ঘুরি।

সোনামনি সোনামনি,
সাগর যাবে কি ?
সেথাই আছে অথৈ পাথার
ঝিনুক ভরা মতি;
দিগন্ত ঘেঁষা সূর্যি মামা
ঘুম ভেঙে ওঠে,
ঢেউয়ের তালে নৌক নিয়ে
জেলেরা কোথায় (যেন) ছোটে !

সোনামনি সোনামনি,
জঙ্গল ভাল লাগে কি ?
চারিদিকে গাছ আর গাছ,
বন্য স্বাধীন প্রাণী;
গাছে গাছে লাফাই বানর
পাখিরা সব ওড়ে,
হিংস্র প্রাণী দেখলে পারে
নিরীহরা দৌড় মারে।

সোনামনি সোনামনি,
রাতে আকাশ দেখ কি ?
মনে তোমার সাধ জাগে কি,
যাবে সেথা উড়ি ?
রাতের আকাশ তারায় ভরা
ভীষণ লাগে ভালো,
সেথায় যদি যেতে চাও
জ্ঞানের প্রদীপ জ্বাল।

:: ভয়েস মার্ক ::

- দ্বি-মাসিক পত্রিকা -

সম্পাদক: মোঃ আযাদ হোসেন

গ্রাহক পরিষেবা: রনিক পারভেজ, ৯৩৭৮৪৮০১৯১

পাণ্ডুলিপি (ম্যানুস্ক্রিপ্ট) প্রস্তুতি ও সম্পাদনা : মোঃ মিনারুল হক

নামলিপি ও প্রচ্ছদ চিত্র: হিমাদ্রী শেখর মজুমদার

সত্বাধিকার: ভয়েস মার্ক কালচারাল গ্রূপ

RNI Ref. Number: 1343240

-: যোগাযোগ :-

সম্পাদকীয় দপ্তর:
ভগবানপুর , আষাঢ়িয়াদহ
লালগোলা, মুর্শিদাবাদ
পিন - ৭৪২১৪৮

azadm.1981@gmail.com, voicemark19@gmail.com

:: সামাজিক মাধ্যম ::